ইকবাল হোসেন রাজু।।ভোলায় পৃথক দুইটি অভিযানে ২ হাজার ৪শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম।রবিবার (২৬ জুন) মধ্যরাতে ভোলা সদর উপজেলা ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ৩ মাদক কারবারি হলেন- চট্টগ্রামের সুমন কান্তি পাল (৩০), শাহা পরাণ (৩২) ও লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মুরাদ হোসেন (৩২)।বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম রবিবার মধ্যরাতে পৃথক দুইটি অভিযান চালিয়ে ২ হাজার ৪শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিদেরকে বিকেলে আদালতে তোলা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।