ষ্টাপ রিপোর্টার।।ভোলায় দ্রব্যমুল্যের উর্ধগতিনিয়ে জেলা বিএনপির বিক্ষোভে ব্যাপক গোলাগুলি হয়েছে এতে সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের আব্দুর রহিম নিহত হয়েছে। ছাত্রদল সভাপতি নুরে আলম সহ ২০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত নুরে আলমসহ ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে পাঠানো হয়েছে। প্রতক্ষদর্শিরা জানান,জেলা বিএনপি পূর্ব ঘোষিত বিক্ষোভ করতে সকাল থেকে বিএনপির জেলা কার্যালয়ে নেতা কর্মীরা সমবেত হতে থাকে। ১১ টার দিকে জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাদা দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে নেতা কর্মীদের হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাবার বুলেট ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে নেতা কর্মীরা আহত হলে তাদের ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আব্দুর রহিম মারা যায়।সদর রোডে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুরো শহর পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।