ভোলায় বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা আসিফ আলতাফ

 

 

 

মোঃ আরিয়ান আরিফ।।

ভোলায় এক দিকে বৈশ্বিক করোনা মহামারী, অন্যদিকে বন্যা এই সময়ে ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশ হটস্পট হিসেবে চিহ্নিত এলাকা। এই দুর্যোগ মুহূর্তে ভোলায় বন্যা কবলিত হতদরিদ্র অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছেন নারী ও শিশু অধিকার ফোরাম এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ।৭ সেপ্টেম্বর (সোমবার) দেশ নেতা জনাব তারেক রহমানের নির্দেশে এবং নারী ও শিশু অধিকার ফোরমে উদ্যোগে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় বাঁধভাঙা বর্ন্যাত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিরতন করা হয়।আসিফ আলতাফ বলেন, আমার বাবা সাবেক ধর্ম মন্ত্রী আলহাজ্ব মোশারেফ হোসেন শাহজাহান ভোলার মানুষের জন্য তার সকল কিছুই ব্যয় করেছেন। তার রাজনীতি ছিল ভোলা মানুষের জীবন মান এবং অসহায় মানুষের সায্যের জন্যই।আমার বাবা ভোলার মানুষের জন্য রাজনীতি করেছেন আমিও ভোলার মানুষের জন্য রাজনীতি করছি এবং বাবার আদর্শে আদর্শবান হয়েই অসহায়, দরিদ্র ও ক্ষুদার্ত মানুষের সেবায় নিজেকে আত্ননিয়োগ করেছি।এ সময় উপস্থিত ছিলেন,ভোলা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আবু নোমান, থানা বিএনপির সদস্য শোহেল হাওলাদার, ইলিশা ইউনিয়ন বিএনপির নেতা আবু তাহের কাহালি, থানা ছাত্রদল নেতা মেহেদি হাসান নিক্সন মোল্লা,সাজ্জাদ হোসেন মুন্না, জি,এম ছানাউল্লাহ, পৌর ছাত্রদলের শাখাওয়াত শাকিল, জাকারিয়া মঞ্জু ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়া, যুবদল নেতা আবদুল লতিফ টিটু,খায়রুল আলম মিলন, সেচ্ছাসেবক দলের মাইনউদ্দিন হাওলাদার সহ স্থানীয় বিএনপির নেত্রী বৃন্দ।উল্লেখ্য, চলমান করোনাকালে ভোলার বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার বন্যার্তদের পাশে দাঁড়ালেন আসিফ আলতাফ।

SHARE