ভোলায় বন্ধ হয়নি NGO কিস্তি বানিজ্য,জেলা প্রশাসকের নোটিশ

নুরউদ্দিন আল মাসুদঃ নভেল করোনা ভাইরাস যার রুপান্তরিত নাম “কোভিড ১৯ “এর সংক্রামনে যেখানে সমগ্র বিশ্ব তথা পুরো বাংলাদেশ আতংকে,যেখানে স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় সহ নানা শ্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দিয়েছে সরকার,সেখানে বাংলাদেশের এনজিও গুলো এখনো বন্ধ হয়নি।করোনা ভাইরাসের প্রভাবে মানুষের যাতায়াত কমে যাওয়ায় যেমন নেই ব্যবসায়ীদের বেচাকেনা,কমে যাচ্ছে পরিবহনের দৈনিক উপার্জন,মিল কারখানা প্রায় অচল অবস্থায় বিরাজ করছে। ফলে অনেকটা কষ্টে দিনযাপন করতে হচ্ছে নিম্ন আয়ের মানুষগুলোকে।এতে করোনার ভয় মনে থাকা সত্তে ও প্রতিদিনই বাসা থেকে জীবনের ঝুকি নিয়ে বের হতে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষদেরকে।কারন তারা নিজেরা যেভাবেই দিনযাপন করুক না কেন ঋনের টাকা মাস শেষে বা সপ্তাহ শেষে তাদেরকে পরিশোধ করতে হবেই।এ চিন্তা সাধারন মানুষের মনে অস্থীরতা সৃষ্টি করে।

তবে আজ সেই অস্থীরতাকে কাটিয়ে স্বস্তির বীজ বপন করেছেন ভোলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মাসুদ আলম ছিদ্দিক।তিনি আজ ২৩/০৩/২০২০ ইং রারিখে সকল এনজিওতে ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের জনসাধারনের ঋনের কিস্তি স্থগিত রাখার নোটিশ জারি করেছেন।যার স্মারক নং ০৫.১০.০৯০০.০০৩.১৬০০৪.২০।

তবে আজ চোখে ভোলা নিউজের গোপন ক্যামেরায় ফুটে উঠেছে বেশ করি NGO দের কিস্তি বানিজ্য,যেমন গ্রামীন ব্যাংক, পদক্ষেপ সহ বেশ কয়েকটি।

আসছে বিস্তারিত…….চোখ রাখুন ভোলা নিউজে।

SHARE