ভোলায় বনজ, ঔষধি ও ফলদ বৃক্ষমেলা-২০১৮ সমাপনী অনুষ্ঠিত,

আল-আমিন এম তাওহীদ, ভোলানিউজ.কম,

‘‘শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ’’ ‘‘সবুজে বাচি,সবুজ বাচাই, নগর-প্রাণ প্রকৃতি সাজাই’’ এই স্লোগানকে সামনে রেখে ৬দিন ব্যাপী ভোলায় বৃক্ষমেলায় পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী হয়েছে।

গতকাল ৬আগস্ট বিকেল ৫টার দিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বন বিভাগ ও কৃষিসম্প্রসারনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বৃক্ষমেলা ২০১৮ইং এর সমাপনী অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা, জেলা এনএসআই এর কর্মকর্তা মোখলেছুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল অফিসার গালিব প্রমুখ।

বিভাগীয় বন বিভাগ কর্মকর্তা উপকূলীয় বন বিভাগ ভোলা মোঃ ফরিদ মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা, এনএসআই জেলা কর্মকর্তা মোখলেছুর রহমান, কোস্টগার্ড দক্ষিণজোনের কর্মকর্তা গালিব, ভোলা সদর উপসহকারী কৃষি অফিসার মাহমুদুল হাসান প্রমূখ।

পরে আলোচনা শেষে, ৬দিন ব্যাপী বৃক্ষমেলায় আগত নার্সারী ও বিভিন্ন দেশীয় বৃক্ষ এবং ফলদ প্রদর্শনকারীদের মাঝে পুরুস্কার বিরতণ করা হয়।

(আল-আমিন এম তাওহীদ, ৭আগস্ট-২০১৮ই)

SHARE