মোঃ আরিয়ান আরিফ
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের বিচার দাবিতে ভোলার হাটখোলা জামে মসজিদ চত্বরে পুলিশি বাধার মুখে বিক্ষোভ মিছিল করতে পারেনি ইসলামিক আন্দোলন বাংলাদেশ ভোলা (উত্তর) জেলা শাখা। সেমাবার (৫ ই অক্টোবর) মাগরিব বাদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা (উত্তর) জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা মুহা. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আতাউর রহমান মোমতাজীর পরিচালনা এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশেরযুগ্ম সাধারন সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা ইউছুফ,ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আবুল হাশেম,সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ। এসময় নেতা কর্মীরা পুলিশের এমন কর্মকাণ্ডের প্রতি ঘৃণা প্রকাশ করে তীব্র নিন্দা জানান। পরে মোনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।