অনলাইনডেস্ক
মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
আজ শনিবার ভোরে জেলা প্রশাসক কার্যলয় চত্বরে মুক্তিযোদ্ধা সৃতিস্তম্ভ ও যুগীরঘোল বধ্যভূমিতে জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও ভোলা মুক্তিযোদ্ধা সংসদ,ভোলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।