———
ষ্টাপ রিপোর্টার
ভোলায় প্রশাসনের চরম উদাসিনতায় প্রানঘাতী খেলায় মেতেছে লঞ্চ মালিকরা। ধারন ক্ষমতার ২০ গুন যাত্রী নিয়ে উত্তাল মেঘনার ও চাঁদপুরের ডেঞ্জারজোনে পাড়ি দিচ্ছেন ছোট খাটো লঞ্চ গুলো।
উত্তর থেকে নেমে আসা স্রোতের তোরে গত ৫ আগস্ট ইলিশা ঘাটে লাইটার জাহাজ ডুবে গেছে। ফেরী চলাচল অনিদৃষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। একই ঘাটে আজ ৭ আগষ্ট সকালে উত্তাল মেঘনার ডেঞ্জার জোন পাড়ি দিচ্ছেন ধারন ক্ষমতার ২০ গুন যাত্রী বেশি নিয়ে দোয়োল পাখি ৩ নামের লঞ্চ। দোয়েল পাখি কেন ইলিশা ঘাট দিয়ে চলাচল করা ঢাকাগামী লঞ্চ গুলোর ও একই অবস্থা।
ইলিশা ঘাটে বন্দর কতৃপক্ষ ও জেলা প্রশাসনের উদাসিনতায় ঘটতে পারে ভোলার ইতিহাসের বড় বিপর্যয়।
এ নিয়ে লঞ্চ মালিকরা কোন কথা বলতে নারাজ। কিছু মালিক বলেছেন, করোনায় আমাগো ব্যাবসা শেষ হয়ে গেছে। এখনো যদি কিছু না করি তাহলে আমরা চলবো কেমনে?