অনলাইন ডেস্ক।। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে জিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে আইয়ুব ওরফে সবুজ (৩২) নামে একজনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।বোরহানউদ্দিন থানা সুত্রে জানা গেছে, মোসাঃ মাসুদা আক্তার (৩০) নামে এক ব্যক্তি ১৭ এপ্রিল জিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে ১২ জনের পরিচয় সহ অজ্ঞাত নামা আরো ১৪-১৫ জনকে আসামী করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং১৯) সেই মামলার প্রেক্ষিতে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্ববধায়নে ১২জুলাই বুধবার রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মোঃ ছলিমুর রহমানের নেতৃত্বে বোরহানউদ্দিন থানার চৌকস একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ সবুজকে আটক করা করে।আটককৃত সবুজ কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের ৫নম্বর ওয়ার্ডের মোঃ আলমগীর খলিফার ছেলে বলে জানা গেছে।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া জানান, জিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করে ১৩জুলাই বৃহস্পতিবার সকালে ভোলার আদালত প্রেরণ করা হয়েছে।তিনি আরো বলেন, জনস্বার্থে বোরহানউদ্দিন থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
ভোলা নিউজ / টিপু সুলতান