আরিয়ান আরিফঃআগামী ২৮ ফেব্রুয়ারি ভোলা পৌরসভা নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রচার-প্রচারণায় সমান তালে মাঠে রয়েছে নৌকা,ধানের শীষ ও হাতপাখা।গত কয়েকটি নির্বাচনে প্রচার-প্রচারণায় কিছুটা পিছিয়ে থাকলেও এবার শুরু থেকেই হাতপাখা নিয়ে প্রচার-প্রচারণায় দাপিয়ে বেড়াচ্ছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। পোস্টার, মাইকিং, শোডাউনে নজর কাড়ছে দলটি।শনিবার (১৩ ফেব্রুয়ারি) শহরের বিভিন্ন সড়ক, পাড়া-মহল্লায় গণসংযোগ ও শোডাউন করেন হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আতাউর রহমান। গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি পরা সমর্থকরা পৌরবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন তাদের প্রার্থীর জন্য।নির্বাচনী গণসংযোগকালে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মাওলানা আতাউর রহমান বলেন, মানুষ ভোট দিতে পারলে ভোলা পৌরসভায় হাতপাখার বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী।তিনি বলেন, বিশাল কর্মীবাহিনী হাতপাখার প্রচার-প্রচারণা চালাচ্ছেন।নৈতিকতাহীন সমাজ থেকে জাতিকে মুক্তি দিতে মানুষ হাতপাখায় ভোট দেবেন। এরইমধ্যে বিকল্প শক্তি হিসেবে জনগণ আমাদের কথা ভাবছেন।