মনজু ইসলামঃ
ভোলায় কনেস্টেবল নিয়োগ পরিক্ষায় কোন প্রকার তদবির বরদাস্ত করা হবে না। ২৬ তারিখের নিয়োগ পরিক্ষা হবে সুষ্ট ও নিরপেক্ষ। আজ পুলিশ সুপারের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সদ্য ভোলায় যোগদান করা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এসব কথা বলেন। তিনি ভোলার অভিবাবকদের এবারের নিয়োগ পরিক্ষায় কোন প্রকার প্রতারিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন। সাথে সাথে মাদকের বিরুদ্ধে তার জেহাদ অব্যাহত রাখার ঘোষনাও দিয়েছেন নয়া পুলিশ সুপার। শুধু ক্যারিয়ার নয় এবার মদকের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সুশাসনের দিকে সর্বোচ্চো নজড় দেয়া হবে। এসময় পুলিশ সুপারের সহ উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি শাফিন মাহমুদ, ভোলা সদর থানার ওসি ছগির মিয়া ও ওসি ডিবি সহিদুল ইসলাম। সাংবাদিকদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, বিটিভির প্রতিনিধি আবুতাহের, আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, প্রেসক্লাব সম্পাদক অমিতাব রায় অপু, এডভোকেট শাহাদাত শাহিন, হারুন অর রশিদ, হামিদুর রহমান হাসিব, নেয়ামত উল্লাহ, এম হেলাল উদ্দিন, এডভোকেট মনিরুল ইসলাম, হোসাইন সাদী, মশিউর রহমান পিংকু, এম সিদ্দিকু্লাহ, সোহেল হোসেন রুবেল, জসিম রানা, ইয়াছিনুল ইমন, অচিন্ত্য মজুমদার; সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নুরে আলম ফয়েজ, জামাল হোসেন,মোকাম্মের মিশু আরিফ হোসেন লিটন, অনলাইন প্রেসক্লাব সভাপতি তুহিন, সম্পাদক সরোয়ারসহ ভোলার পুলিশ প্রশাসনের কর্তব্যরত ব্যক্তিরা।