আল-আমিন এম তাওহীদ, ভোলানিউজ.কম,
‘‘ট্রাফিক আইন মেনে চলি,ট্রাফিক পুলিশকে সহায়তা করি’’ এই স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য শোভাযাত্রায় ভোলা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত “ট্রাফিক সপ্তাহ২০১৮ ইং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে, বর্ণাঢ্য র্যালীটি জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
উক্ত শোভাযাত্রা র্যালীতে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, সদর সার্কেল সাব্বির হোসেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলামসহ জেলা পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ,রোভার স্কাউট এর সদস্যবৃন্দ,সুশীল সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ।
র্যালী শেষে, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী ট্রাফিক আইনে বিদ্যমান বিভিন্ন ধারা অনুযায়ী রুট পারমিটবিহীন, ফিটনেসবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন, ভূয়া ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন এবং চালকের বিরুদ্ধে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
(আল-আমিন এম তাওহীদ, ৬আগস্ট-২০১৮ইং)