টিপু সুলতান।। ভোলার চরফ্যাশনে বিপুল পরিমান ভারতীয় কাপড় আটকের মামলায় চার ভারতীয় নাগরিকের ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক এই রায় প্রদান করেন। ওই মামলার অপর ১১ বাংলাদশি আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। তবে দণ্ডাদেশ প্রাপ্ত ৪ আসামি পলাতক রয়েছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালে পাচারকালে ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনা থেকে কোস্ট গার্ড সদস্যরা বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রি পিসসহ বিভিন্ন কাপড় জব্দ করে। এসময় ৪ ভারতীয় নাগরিকসহ ১৫ জনকে আটক করা হয়। পরে চরফ্যাসন থানায় একটি মামলা করে আসামিদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত ভারতীয় ৪ আাসামিকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন। সেই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেয়া হয়। দণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন রমেনদাস, সুভাস মণ্ডল, লক্ষ্মণ মাইতি এবং পরান দাস।উল্লেখ্য, স্পেশাল ট্রাইব্যুনাল ১৩/২১ নম্বর মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত এই ৪ আাসামি এর আগে জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।