ভোলায় দরিদ্র পরিবারের মাঝে সবজি ও ফলের চারা বিতরন

 

 

 

মনজু ইসলাম ঃ
গ্রামের দ্ররিদ্র পরিবারকে কৃষি কাজে সাবলম্বী গড়ে তোলার লক্ষ্যে ভোলায় দরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে সদরের ভেলুমিয়া ইউনিয়নের ২হাজার পরিবারের মাঝে এসব চারা ও বীজ বিতরন করা হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের প্রসপারটি প্রকল্পের আতওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এসব চারা বিতরন করে। ভেলুময়িা ইউনিয়নের চন্দ্রপ্রসাদ ইসলামিয়া আলিম মাদ্রসা হলরুমে এ চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক জাকির হোসেন। অন্যদের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভেলমুয়িা ইউপি চেয়ারম্যান আ: সালাম মাস্টার, প্রকল্প সমন্বয়কারি আবু বকর, প্রিন্সিপল অফিসার হালিমা পারভিন, পুষ্টিবিদ বাবুল আক্তারসহ সংস্থার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিটি পরিবারকে ৫টি করে ফলের চারা বিতরন করার পাশাপাশি ৬ ধরনের সবজির বীজ দেয়া হয়।

SHARE