ভোলায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ

ইয়ামিন হোসেনঃ

ভোলা নিউজ-২৫.০৪.১৮

চৈএ বৈশাখ এই দুই মাসে গরম থাকারই কথা কিন্তু এই বছরে প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পরেছে।গ্রীম্মের এই প্রচন্ড তাপদাহে কর্মজীবী মানুষের কষ্টের অন্ত নেই।তীব্র গরমে ডায়রিয়া,কলেরাসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে।প্রচন্ড তাপদাহে ক্ষেতে খামারে কাজ করা দিনমজুররা পড়েছে চরম বিপাকে।
এই দিকে গ্রীম্মের শুরুতে বড় ধরনের কোন বৃষ্টিপাত না হওয়া প্রতিদিনই তাপদাহ বাড়ছে,এতে সব চেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ম আয়ের কর্মজীবী মানুষেরা,ঠিকমত কাজ করতে না পারায় তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে,ইলিশার রিস্কা চালক সিরাজ জানান, তীব্র গরমের কারনে তারা রাস্তায় রিস্কা চালাতে পাড়ছে না,রাস্তায় যাএী নিয়ে যাওয়ার সময় গরমে তারা ক্লান্ত হয়ে যান,ফলে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে।
রাজাপুরের রাজমিস্ত্রি জলিল জানান, ভ্যাপসা গরমে তারা স্বস্তির সাথে কাজ করতে পারছেন না। বিশেষ করে দুপুরের দিকে তাদের কাজ না করে বাড়ীতে ফিরতে হচ্ছে, ভোলার চরের কৃষক হারেছ জানান,মাঠ থেকে কাজ সেরে বাড়ীতে ফেরার পর গরমে সে অসুস্থ হয়ে পরেন।শিশুরা ও গরম তাপদাহে থেকে রেহায় পাচ্ছে না,এ কারনে শিশুদের নিউমনিয়াসহ গরমজনিত বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে,ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় ডায়রিয়া ওয়ার্ডে রোগীরা গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে, চিকিৎসক ও সেবিকারা জানান, গরমে সাময়িক এ সমস্যা হচ্ছে।তারা সকল কে এই সময়ে প্রচুর পরিমাণ পানি ও ডাব নারিকেল লেবুর শরবত খাওয়ার পর্রামশ দেন

SHARE