ভোলায় তাসরিফ লঞ্চের ধাক্কায় এক গৃহবধু নিহত

আল-আমিন এম তাওহীদ,

ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তাসরিফ-৪ লঞ্চের ধাক্কায় বিলকিস বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

নিহত গৃহবধু বিলকিস বেগম বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোস গ্রামের বাসিন্দা আবুল হাসেমের স্ত্রী বলে জানাযায়।
শনিবার রাত ৮টার দিকে বোরহানউদ্দিনের মির্জাকালু লঞ্চঘাটে এঘটনাটি ঘটে। এসময় ওই লঞ্চের ধাক্কায় ঘাটে অবস্থান করা আরও তিন যাত্রী আহত হয়।
আহতরা বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

থানা পুলিশ জানায়, বিকালে চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি তাসরিফ-৪ লঞ্চটি রাত ৮টার দিকে বোরহানউদ্দিনের মির্জাকালু লঞ্চঘাটে আসে। এ সময় লঞ্চটি পল্টনে বিড়ানোর সময় ধাক্কা দিলে পল্টনে থাকা ঢাকাগামী যাত্রী অবস্থান করা বিলকিসের মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায়। আরও কয়েকজন যাত্রী আহত হয়। লঞ্চটির ধাক্কায় পল্টনটিও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান পুলিশ।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

(আল-আমিন এম তাওহীদ, ০১ সেপ্টেম্বর-২০১৮ইং)

SHARE