ভোলায় ট্রলার ডুবি কোস্টগার্ডের সহযোগিতায় জীবিত উদ্ধার ৭

 

 

 

মনজু ইসলাম

ভোলার তজুমদ্দিন উপজেলার চর কাঞ্চন এলাকায় কোষ্টগার্ডের সাহসীকতায় মেঘনার তজুমুদ্দিন পয়েন্টে নদীতে ডুবে যাওয়া টলার থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করে কোষ্টগার্ড।

আজ ১০/৮/২০ ইং তারিখ সকাল ১১ টার সময় একটি ফিসিং বোট চর মোজাম্মেল থেকে ০৭ জন যাত্রীসহ গরু-ছাগল ও হাঁস-মুরগি নিয়ে তজুমুদ্দিনের উদ্দেশ্যে রওয়ানা হয়।

বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় চর কাঞ্চন এলাকায় এলে বোটটি ডুবে যায় এমনটাই জানিয়েছেন বোটে অবস্থানরত যাত্রীরা।

উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন পুরুষ ও একজন নারী বলে নিশ্চিত করেছেন ভোলা কোষ্টগার্ডের সদস্যরা।

উদ্ধারকৃত সদস্যরা হলেন,নমোঃসিরাজ,মাইনুদ্দিন,সোহাগ,বাহাদান,জাহিদ,রমজান আলী ও সাহিদা আক্তার।তারা সবাই চর মোজ্জামেল এর বাসিন্দা।

কোষ্টাগার্ডের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা লেঃমাহবুবুর রহমান শাকিল জানায়, তাৎক্ষণিকভাবে এ ঘটনার খবর পেয়ে আউটপোস্ট তজুমুদ্দিন এর কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে যায় এবং ০৭ জন কে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

SHARE