মোঃ আরিয়ান আরিফ।।
ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে জলদস্যু দের হামলায় ৪ জেলে আহত। ৫ লাখ টাকা মূল্যের জাল ও মাছ লুট। ৫০ হাজার টাকায় মুক্তিপণে মুক্তি। আহত জেলে মইনুদ্দিনের রক্তাক্ত শরীর দেখে স্টক তার মায়ের মৃত্যু।
ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলেদের ট্রলার হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় ৫ লক্ষাধিক টাকার মাছ, জাল লুট করে নিয়ে গেছে দস্যুরা। । দস্যুদের হামলায় আহত হয়েছে ৩/৪ জন।তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএসম জিয়াল হক জানান, শনিবার ভোর রাতের দিকে মেঘনায় ডাকাতির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ। তিনি আরো জানিয়েছেন, মেঘনা নদীতে মাছ ধরার শেষে করে ভুট্রু মাঝিসহ অন্যরা ট্রলার নিয়ে ভোলার দিকে ফিরছিলেন।এ সময় একদল দস্যু তাদের আতর্কিত হামলা চালিয়ে জাল ও মাছ লুট করে নিয়ে যায়। এ সময় ভুট্ট্রু মাঝি আহত হয়েছে। তবে এ ঘটনায় বিকাল পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি বলে জানান ওসি।অন্যদিকে দুপুরের দিকে দস্যুদের মুক্তিপন দিয়ে অপহৃত জেলে ও ট্রলার উদ্ধার হয়েছে বলে আহত জেলেরা জানিয়েছে। এদিকে ছেলে জলদুস্য দের হাতা আটকের কথা শুনে সকালে ভুট্রু মাঝির মা স্টক করে মারা যায়।