ভোলায় জলদস্যুরা ডাঙ্গায় টার্গেট তজুমুদ্দিনের নির্বাচন

মন্জু ইসলাম:মিলি শিকদারঃভোলা নিউজ
মেঘনার জল দস্যুরা সব ডাঙ্গায় উঠে এসেছে। কালকের তজুমুদিন উপজেলা নির্বাচনকে টার্ঘেট করে সকল জলদস্যু নেতারা এখন তজুমুদ্দিন মুখি। মনপুরা হাতিয়ার জলদস্যু বাহিনি প্রত্যেকে এখন তজুমুদ্দিনের পাসের চরগুলোতে ঘাটি গেড়েছেন। কাল সকাল সকাল এরা তজুমুদ্দিনের সকল কেন্দ্র গুলোতে ছড়িয়ে পড়বে। এসকদিকে লক্ষ রেখে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ভোলার পুলিশ সুপার মোক্তার হোসেন ও কোস্টগার্ড দক্ষিন জোন ও সতর্ক রেখেছেন তাদের নিজ নিজ বাহিনিকে। তজুমুদ্দিনের চর জহিরুদ্দিন তেলিয়ার চর সিডার চর সেলিম বাজার, সাহাজান বাজার, জসিম বাজারে ছদ্যবেসে জলদস্যু বাহিনীগুলো সকাল থেকে ভোটার দের হুমকি দেয়ার খবর জানিয়েছেন তজুমুদ্দিনের চরবাসি। চর জহিরুদ্দিনের মান্নান বাঘানীর নেতৃত্বে অবস্থান করছেন ফজলুল হক দেওয়ানের পক্ষে আশা জলদস্যুরা,পক্ষান্তরে বিদ্রোহী প্রার্থী দুলালের পক্ষে কাজ করতে আসা জলদস্যুরা রয়েছেন মনপুরা উপজেলার কলাতলির চরে। আজ রাতেই তারা পৌছে যাবে নৌকা পতিকের পার্থীর নিয়ন্ত্রিত কেন্দ্র গুলোতে। জরদস্যুরা ডাঙ্গায় উঠে আসায় আতংকে রয়েছেন তজুমুদ্দিনের ভোটাররা। এই সংবাদ লিখার সময় লালমোহনে জরুরী মিটিংএ বসেছেন পুলিশ রেব বিজেবি ও কোষ্টগার্ড এর কর্তা ব্যাক্তিরা। সন্ধার আগে সকল কেন্দ্রগুলো প্রশাসনের নিয়ন্ত্রনে না থাকলে বড় ধরনের হতাহতের আশংকায় রয়েছেন তজুমুদ্দিনের ভোটাররা।
ভোলার নির্বাচনে য়িত্বরত র‌্যাব কর্ম কর্তারা জানান তজুমুদ্দিন ঝুকিপুর্নের কথা চিন্তা করে আমরা চারটি টহল টিম রেখেছি চরাঞ্চল গুলোতে বিশেষ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আগামি কালকের নির্বাচনে নির্বিগ্নে ভোটের ব্যাবস্থার জন্য সকল প্রকার ব্যাবস্থা নেবে র‌্যাব।

SHARE