ভোলায় জমি-জমা বিরোধে হামলা আহত-৪

 

 

 

আরিয়ান আরিফ ঃভোলায় জমি-জমা বিরোধে জেরে হামলার ঘটনা ঘটে এতে একই পরিবারের ৪ জন আহত হয়েছে।জানা যায়, শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সকালে ভোলা সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়ন ৪ ওয়ার্ডের আব্দুল কাদের হাওলাদার বাড়িতে এঘটনা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলাউদ্দিন (৪৫) সহ আরও ৩ জন গুরতর আহত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮ টা নাগাদ ভেলুমিয়া ইউনিয়ন ৪ ওয়ার্ডের আব্দুল কাদের হাওলাদার বাড়ি এলাকায় মোঃ আলাউদ্দিনএর ভোগদখলীয় জমিতে জোরপূর্বক স্থানীয় জালু বেপারী বাড়ির মোঃ বিল্লাল ও মনির গংরা ঘর নির্মান করলে আলাউদ্দিন গংরা বাঁধা প্রদান করে এতে দুই পক্ষে হাতাহাতি সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংর্ষের পরিনত হয় এতে আলাউদ্দিন ও তার দুই সেলক মামুন, আল-আমিন, ইসমাইল গুরুত্ব আহত হয়। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত আছেন।এ বিষয়ে আহত আলাউদ্দিন গাংদের সাথে কথা বললে তারা বলেন আমার ক্রয়কৃত জমিতে তে বিল্লাল ঘর তুলতে হলে আমি বাঁধদেই তাতেই আমার উপর হামলা করে। আমার দলিল এর জমি আমার নামে খাজনা ও নামজারি করা বিল্লাল এর কাছ থেকেই নগদ টাকায় ক্রয়করেছি আছি। জমির এই ঝামেলা দেখে ভোলা থানায় (ওসি) সাহেব বরাবর একটি অভিযোগ দায়ের করেছি। তাছাড়া এলাকার মেম্বার চেয়ারম্যান কাছে সালিশ চলমান আছে তার পরেও আমার জমিতে জোরপূর্বক ঘর তুলছে বিল্লাল।অভিযুক্ত বিল্লালের সাথে কথা বললে তিনি বলেন আমি আমার জমিতে ঘর তুলতে গিয়েছি।তাদের কাছে জমি বিক্রি করেছি কিন্তু সেখানে আমার জমি আছে। হাতাহাতি একটু হইছে বেশি কিছু না।এ বিষয় স্থানীয় ইউপি মেম্বার মহিষ খাঁ সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন এই জমি নিয়ে ইউনিয়ন পরিষদে মামলা চলমান আছে। আমরা মেম্বার চেয়ারম্যানরা এটার সমাধান করার চেষ্টা করছি। তার পরে আজকে এই ঘটনা ঘটেছে জানতে পারলাম। আমরা খুব শিগগিরই এর সমাধান করে দিবো।

SHARE