ভোলায় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আল-আমিন এম তাওহীদ, ভোলানিউজ.কম,

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো: মোশারেফ হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার (৪মার্চ) দুপুরে ভোলা রিটানিং অফিসার সেলিম রেজার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। ভোলা সদর উপজেলা চেয়ারম্যান পদে মো. মোশারেরফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে মো: ইউনুস,মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেতারা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এসময় টেলিকনফারেন্সে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানায় এবং উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পৌরমেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম প্রমূখ।

এদিকে, মনোনয়নপত্র দাখিলের আগে প্রার্থীদের উদ্দেশ্যে শহরের ওবাইদুল হক মহাবিদ্যালয়ের মাঠে জেলা আ.লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে জেলা আ.লীগৈর সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ভোলার দৌলতখান,লালমোহন,তজুমদ্দিন,মনপুরা,চরফ্যাশন উপজেলায় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেনে।

(আরজে, ৪মার্চ-২০১৯ইং)

SHARE