তাইফুর সরোয়ারঃ-
ভোলায় “চাপিলা” নামে বিভিন্ন হাট বাজারে দেদারসে বিক্রি হচ্ছে ৩/ ৪ ইঞ্চি সাইজের ইলিশ মাছ। আজ সকালে ভোলার বিভিন্ন হাট বাজারে গিয়ে দেখা গেছে বিক্রেতারা জাটকা নিধন অভিযানের মধ্যেও প্রকাশ্যেই বিক্রি করছেন এই ইলিশের পোনা। যদিও বিক্রেতারা এগুলোকে ইলিশ বলতে নারাজ, তারা এগুলোকে চাপিলা বলেই বিক্রি করছেন। কিন্তু স্থানীয়রা নিশ্চত করে বলছেন এগুলো ইলিশেরই পোনা।
সরকার গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ১৯০ কিলোমিটার নদী ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময় নদীতে ইলিশসহ যেকোনো মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও সরবরাহ নিষিদ্ধ থাকবে বলে জানায় মৎস বিভাগ।
বর্তমানে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষকে সচেতন করার দায়িত্ব পালন করছেন। এতে করে জাটকা নিধন অভিযানে প্রশাসন প্রয়োজনীয় অভিযান চালাতে পারছেন না। এই সুযোগে জাটকা ইলিশ নিধনের মহোৎসবে মেতেছে ভোলার অসাধু জেলেরা।