মনজু ইসলাম।। ভোলায় চাঁদাবাজি হয়রানির রুক্ষতে বাজার পরিদর্শন করলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। সোমবার ০২ মে সন্ধ্যায় ভোলা সদর মডেল থানাধীন শপিংমল, জুয়েলারি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিদর্শন করেন পুলিশ সুপার।পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন জুয়েলারি দোকানের নিরাপত্তা, শপিংমল গুলোতে পণ্যের দাম ও কোনো প্রকার চাঁদাবাজি, ঈদ উপলক্ষে কোনো প্রকার হয়রানির বা অতিরিক্ত মূল্য আদায় সংক্রান্ত কোন অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।পরে ভোলার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারগুলোতে তেলের অবৈধ বোতলজাতকরণ ও গুদামজাত করণ,অতিরিক্ত দাম এবং ক্রেতাদের দুর্ভোগের খোঁজ নিয়ে অভিযুক্তদের আইনের আওতায় এনে অনিয়ম বন্ধের নির্দেশনা প্রদান করেন।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ফরহাদ সরদার, অফিসার ইনচার্জ, শহর ও যানবাহন শাখা,ভোলা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।