মঞ্জু ইসলাম, ভোলানিউজ.কম,
গোল্ডেন লাইন ইনসিরেওরেন্স কোম্পানী লিমিটেড (বীমা) এর ভোলা শাখায় লক্ষ্যমাত্রা অর্জন ও উন্নয়ন সভা-২০১৯ইং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬জানুয়ারী) সকাল ১০টার দিকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
গোল্ডেন লাইফের সহকারী ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন হেলালের সভাপিতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোল্ডেন লাইফের উপ-ব্যবস্থপনা পরিচালক আব্দুর রহমান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল এরিয়ার সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রজম্ম সংগ্রামি ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক আল-আমিন এম তাওহীদ, মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি সদস্য মমতাজ ও সামসুন্নাহার,ভোলার আলো স্টাফ রিপোর্টার মোঃ বাবুলসহ কর্মকর্তা কর্মচারী প্রমূখ।
মোঃ ইউসুফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রানী বেগম, মিজানুর রহমান,হেলাল উদ্দিন নাছির, সাংবাদিক আল-আমিন এম তাওহীদ, মোঃ ওমর ফারুক, আব্দুর রহমান মিয়া প্রমূখ।
এসময় বক্তরা বলেন, গোল্ডেন লাইফ ইনসিওরেন্স এখন দেশের সেবায় এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স দেশ ও জাতির সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবে।
(আরজে, ২৬জানুয়ারী-২০১৯ইং)