আল-আমিন এম তাওহীদ,ভোলানিউজ.কম
(২১মে-২০১৮ইং)
ভোলার দৌলতখানের আসা আবাসন ৬০টন চাল জেলেদের চাল ভেবে আটক করেছে পুলিশ। পরে চালের ঢিউর বৈধ কাজগপত্র জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন বরাবর জমা দিয়েছেন আরত মালিক। তা এখন খতিয়ে দেখছেন প্রশাসনের উর্ধ্বতন মহল।
২১মে (সোমবার) বিকাল ৪টার দিকে চাল ভর্তি ৩টি ট্রাক (ঝিনাইদহ ট-১১১১১৯), (চুয়াডাংগা ট-১১০০১১),সহ বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল বাসস্ট্যান্ড বিশ্বরোড দক্ষিণবঙ্গ পলিটেকনিক এর সামনে ভোলার ট্রাফিক ও জেলা গোয়েন্দা পুলিশ ভুল তথ্যেও উপর ভিত্তি করে এ চাল আটক করেন। আবাসন প্রকল্পের বৈধ কাগজপত্রের এ চাল আটকের খবর শুনে অবৈধভাবে আসা ২ট্রাক চাল তাৎক্ষনিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে, ওই অবৈধ গরিব জেলেদের দুই ট্রাক চাল এখন কুঞ্জেরহাট এলাকায় রয়েছে।
( আল-এম,২১মে-২০১৮ই)