ভোলায় গণধর্ষণ ও নারী নির্যাতন প্রতিবাদে ভোলা সচেতন নাগরিক কমিটির মানববন্ধন

 

টিপু সুলতান / আরিয়ান আরিফ

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার গণধর্ষণের আসামীদের শাস্তির দাবীতে ভোলা সচেতন নাগরিক কমিটির উদ্যােগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায়
ভোলা শহরের কে জাহান মার্কেট এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের উদ্যােত্তা জেলা সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি বলেন, ধর্ষকরা কোন দলের নয়, তাদের কোন দল নাই, তাদের পরিচয় তারা অপরাধী। এই সময় তিনি ভোলার আইনজীবীদের আহ্বান করেন যাতে তারা কোন ধর্ষকের পক্ষে মামলা পরিচালনা না করেন। ভোলার এই প্রতিবাদী বিবেক বলেন,ভোলার মানুষের অভিভাবক জননেতা তোফায়েল আহমেদ আপনাদের সাথে আছেন, তিনি দলমত উদ্ধে মানুষের উপকার করেন তবে কোন অপরাধী তার কাছে রেহাই পাবে না। আপনাদের কথা যদি পুলিশ প্রশাসন না শুনে তাহলে তার শরণাপন্ন হবেন। সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট নুরনবী কমিটির সভাপতিত্বে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অভিনাশ নন্দী, জেলা কৃষকলীগ এর সভাপতি মামুন উর রশিদ, ভোলা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর সাধারন সম্পাদক আনোয়ার পাশা বিপ্লব, এডভোকেট মনিরুল ইসলাম, এডভোকেট জুবলী বেগমপ্রমুখ। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন একাত্মা প্রকাশ করেন।

SHARE