মনজু ইসলাম।।ভোলায় কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক নিষিদ্ধ বেহন্দি জাল,পাই জাল,মশারী জাল জব্দ করে,আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।শনিবার (২৮মে) সদর উপজেলার বাগমারা ব্রিজ সংলগ্ন কোরালিয়া এলাকার তেতুলিয়া নদীতে অবৈধ জাল জব্দে কোস্টগার্ডের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৫ পিস বেহন্দি জাল, ৩০,০০০ হাজার মিটার পাইজাল ও ১০০০ হাজার মিটার মশরী জাল জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ২৭ লক্ষ ৮৫ হাজার টাকা।কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শফিউল কিঞ্জল জানান,বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান আছে এবং ভবিষ্যতেও থাকবে।