ভোলায় কোস্টগার্ডের অভিযানে কারেন্ট জালসহ ৯ জেলে আটক

আল-আমিন এম তাওহীদ,ভোলানিউজ.কম,

ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোন সিটি স্টেশন এর অধিনে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬হাজার মিটার কারেন্ট জব্দসহ ৯জেলেকে আটক করে।

রবিবার (১৪অক্টোবর) ভোররাতের দিকে ভোলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড দক্ষিণ জোন।

জব্দকৃত কারেন্ট জাল মৎস্য কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং আটককৃত ৯জেলেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়।

এবিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল অফিসার লে. কমান্ডার নুরুজ্জামান শেখ জানান, ভোররাতের দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ ভোলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ৬হাজার মিটার কারেন্ট জাল ও ৯জেলে আটক করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

(আল-আমিন এম তাওহীদ, ১৪অক্টোবর-২০১৮ইং)

SHARE