ভোলায় কোচিং ও প্রাইভেট বন্ধের অভিযান,শিক্ষক গ্রেপ্তার ৫

নুরুদ্দিন আল মাসুদ #
আজ প্রাইভেট ও কোচিং বন্ধের অভিযানে মাঠে নেমেছে ভোলা জেলা প্রশাসন এবং বিভিন্ন কোচিং সেন্টার থেকে সরকারি ও কোচিং শিক্ষকসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং অবশেষ জেল প্রেরণ করা হয়। ভোলায় কোচিং বানিজ্য চলছে রমরমা পর্দার অন্তরালে সরকারি শিক্ষকবৃন্দ। সরকারি নিদর্শনা অনুযায়ী সকল ধরনের কোচিং বানিজ্য বন্ধের লক্ষ্যে আজ কঠোর অবস্থানে মাঠে নেমেছে ভোলা জেলা প্রশাসন থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ ।

ইতোমধ্যে সকল ধরনের কোচিং এর তালিকা ও স্থান শনাক্ত করেছে বলে জানিয়েছে এডিসি (শিক্ষা)

আরো জানান,কোন কোচিং কত টাকা নেন এবং কি ধরনের শিক্ষক পড়ান তা অনুসন্ধানও কাজ করবে প্রশাসন। যে কোন সময় তালিকা অনুযায়ী মাঠে নামবে প্রশাসন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে কঠোর নিদর্শনার পরেও বন্ধ হয়নি কোচিং বানিজ্য, আজও শহরের বেশ কয়েকটি অলিগলি গুরে এমন দৃশ্য চোখে পড়ে সাংবাদিক কর্মীদের।

অন্যদিকে প্রশাসন সাফ জানিয়েছেন,কোচিং বন্ধের অভিযান চলছে,যেখানে কোচিং সেন্টার খোলা দেখায় সেখানেই তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহন করা হবে।
আরো জানান,আপনার সাংবাদ কর্মীগন আমাদের তথ্য দিন,আমরা মাঠ হস্তক্ষেপ করবো

আসছে বিস্তারিত…….

SHARE