আরিয়ান আরিফ।। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা কৃষক দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে রয়েছে , আলোচনা সভা ও দোয়া মাহফিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (৩০ডিসেম্বর) বুধবার মাগরি বাদ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভোলা জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ টু ম্যান সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ কবির হোসেন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নূরে আলম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজুর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ভোলা সদর উপজেলা কৃষকদলের সভাপতি কাজী সাইফুল ইসলাম শাহীন সাধারণ সম্পাদক শেখ ফরিদ গোলদার, পৌর কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু,খান, জেলা কৃষক দলের প্রচার সম্পাদক নাজিম উদ্দিন সহ কৃষক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।