ভোলায় করোনা রোগীদের মাঝে ছাত্রলীগের ফল বিতরণ

 

 

 

মনজু ইালাম।। ভোলায় হাসপাতালে ভর্তি থাকা করোনা আক্রান্ত রোগীদের ফল বিতরণ করেন জেলা ছাত্রলীগ। রবিবার বেলা ১১ টার দিকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি ৭০জন রোগীর জন্য সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামানের নিকট বিভিন্ন জাতের মৌসুমী ফল তুলে দেন। পরে হাসপাতালের আবাসিক মেডিল অফিসারের মাধ্যমে করোনা রোগীদের মাঝে এ ফল বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাইহান আহমেদ, সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি, ইব্রাহীম উজ্জল, আহমেদ ফাহিম, সাংগঠনিক সম্পাদক জয়দেব চন্দ্র, আনোয়ার হোসেন সুমন, সদর উপজেলার সভাপতি নেওয়াজ শরীফ কুতুব, সাধারণ সম্পাদক সালমান গোলদার প্রমূখ।
এসময় জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ বলেন, বরিশাল বিভাগের মধ্যে ভোলা জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশী। তাই ভোলা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি করোনা রোগীদের জন্য বিভিন্ন জাতের মৌসুমী ফল বিতরণ করেছি। করোনার এই মহামারির সময়ে আমাদের এ সামান্য উপহার তাদের শরীর ও মনকে সতেজ রাখতে সহায়তা করবে বলে আমরা মনে করি। ভবিষ্যতে ছাত্রলীগের এ ধরণের মানবিক কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভোলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান জানান, করোনা আক্রান্ত রোগীদের জন্য সবচেয়ে বেশী যে জিনিসটি প্রয়োজন সেটি হলো মানুষিক শক্তি। ছাত্রলীগের করোনা রোগীদের জন্য ফল উপহার তাদের মনকে উজ্জীবিত করবে। আমরা এ ফলগুলো হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রোগীদের মাঝে বিতরণ করবো। সেই সাথে করোনার এ মহামারির সময়ে ছাত্রলীগের এ মানবিক উপহার আমরা মনে রাখবো।

SHARE