ভোলায় করোনা ভাইরাস প্রতিরোধে বিডি ক্লিন

  1. নুরুদ্দীন আল মাসুদ:-

করোনা ভাইরাস প্রতিরোধে বিডি ক্লিনের মহান উদ্যেগ নুরউদ্দিন আল মাসুদঃ করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিডি ক্লিন বাংলাদেশের ৫৮ টি জেলায় আজ পরিষ্কার পরিছন্নতার কাজ হাতে নিয়েছেন।ভোলা জেলা শাখার সদস্যরা অন্যান্য জেলার ন্যায় ভোলা জেলা পরিষ্কার পরিছন্ন রাখার উদ্দেশ্যে আজ ভোলা সরকারি কলেজের পুরো আঙ্গিনা পরিষ্কার করেন।এ সেচ্ছাসেবী কাজে যারা অংশগ্রহণ করছেন তারা সবাই তরুন শিক্ষার্থী। পড়াশোনা করার পাশাপাশি ধূলা ও জীবানুমুক্ত ভোলা গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন এই তরুন শিক্ষার্থীরা। ভোলা জেলা বিডি ক্লিনের প্রধান সমন্বায়ক জনাব শিমুল আহম্মেদ জানান “আমাদের এই সংগঠনটি মূলত একটি সমাজ সেবী সংগঠন।আমরা পুরো সমাজ তথা আমাদের বাংলাদেশের পরিবেশকে বদলে দিতে চাই।ধূলা ও জীবনুমুক্ত শহর ও নগর গড়াই আমাদের উদ্দেশ্য।একটি দেশকে দূর্যোগ মোকাবেলা করার জন্য ২৫ % বনভূমি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ অত্যাবর্শক।যেখানে আমাদের দেশে বনভূমির পরিমান মাত্র ১৬% এবং ধূলাবালিতে ভরপুর অবহেলিত নগরীগুলো ।যার প্রভাবে আমাদের শিকার হতে হচ্ছে ডেঙ্গু, করোনাসহ নানা বিপদজনক রোগে।তাই আমাদের উদ্যেগ বৃক্ষরোপন ও পরিষ্কার পরিছন্ন পরিবেশ গড়ার মাধ্যমে ভোলা তথা পুরো বাংলাদেশের পরিবেশকে নিয়ন্ত্রনে আনা।তবেই দেশের জলবায়ুর পরিবর্তন অপরিবর্তিত থাকবে। তিনি আরো বলেন ” শিক্ষার্থীরা পারে না এমন কোন কাজ নেই।”।তাই তিনি সকল শিক্ষার্থীদের এ কাজে অংশগ্রহন করার আহ্বান জানান।

SHARE