নিউজ ডেস্কঃ
ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন, ৬নং সৈয়দপুর ইউনিয়নের কলেজ ঘেঁষে এই রাস্তাটির অবস্থান, অত্র এলাকায় বসবাসকারী শত শত লোকের গলার কাটা এই ডিজিটাল রাস্তাটি। সামান্য বৃষ্টিতেই স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ঘর থেকে বের হতে পারেনা। জানা যায়, গত ৫/৬ মাস আগে এখানে ৩০০০০০ টাকার পাইলিং কাজ করে বর্তমান মেম্বার! কাজ অসমাপ্ত করে তিনি এখন নাক ডেকে ঘুমাচ্ছেন!!
এই রাস্তাটি ২০০১ থেকে এখন পর্যন্ত একই অবস্থায় অযত্নে অবহেলায় আছে, প্রতিবার বর্ষাকালে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যায়। বিভিন্ন সময় রাস্তাটি পাকা করার আশ্বাস দিলেও তা বাস্তবে রুপ নেয়নি কোন অজ্ঞাত কারনে!
কয়েক দফায় সরকার পরিবর্তন হলেও এই রাস্তার পরিবর্তন হয়না।
তাই এলাকাবাসী, মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করেছেন।
(লেখাটি সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের পাঠানো)