ভোলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিনটিতে নৌকা ও তিনটিতে স্বতন্ত্র বিজয়ী

আমজাদ হোসেন!ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ভোলার ৬ ইউপিতে ৩টিতে নৌকা এবং ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নৌকার বিজয়ী ৩ প্রার্থী হলেন, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে অলিউল্ল্যাহ কাজল, তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে আবু তাহের এবং বোরহানউদ্দিন উপজেলায় সাচড়া ইউনিয়নে মহিবুল্লাহ মৃধা।অন্যদিকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মনপুরার হাজিরহাট ইউনিয়নের আনারস প্রতীকে নিজাম হাওলাদার, তজুমদ্দিনে চাঁদপুর ইউনিয়নে শহিদুল্লাহ কিরন (অটোরিকশা) এবং সম্ভপুর ইউনিয়নে মো: রাসেল (হোন্ডা)।মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নৌকার প্রার্থী অলিউল্ল্যাহ কাজল পেয়েছেন ৮ হাজার ৮শত২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মোতালেব পেয়েছেন ৩ শত ৫৬ ভোট।এ উপজেলার হাজিরহাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ৭ হাজার ৩শত২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শাহরিয়ার চৌধুরী দ্বিপক পেয়েছেন ৫ হাজার ৩ শত ৯২ ভোট।বোরহানউদ্দিন উপজেলায় সাচড়া ইউনিয়নে মহিবুল্লাহ মৃধা নৌকা প্রতীকে ৭ হাজার ১শত ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯শত ৪ ভোট।এদিকে তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে নৌকা প্রতীকে আবু তাহের পেয়েছেন ৫ হাজার ৬শত ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বি রিয়াদ হোসেন হান্নান পেয়েছেন ১হাজার ৪ শত ৬৫ ভোট। সম্ভপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: রাসেল পেয়েছে ৬ হাজার ৯শত ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অধ্যক্ষ মাইনুদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১শত ৬১ ভোট। চাঁদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী একেএম শহিদুল্লাহ কিরন অটোরিকশা প্রতীকে পেয়েছেন ১১হাজার ৬শত ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফকরুল আলম নৌকা প্রতিকে পেয়েছে ৪শত ৮৭ ভোট।মনপুরা উপজেলা রির্টানিং অফিসার সঞ্জীব কুমার সরকার, বোরহানউদ্দিন উপজেলা রিটানিং অফিসার মো: শহীদুল্লাহ এবং তজুমদ্দিন উপজেলা রির্টানিং অফিসার মো:আমির খসরু গাজী এসব তথ্য নিশ্চিত করেছেন।

SHARE