বিশেষ প্রতিনিধি,ভোলানিউজ.কম,
ভোলায় প্রকৃত আসামিদেরকে গ্রেফতার না করে সাজানো মামলায় আসামি করে নির্যাতিতদের পুলিশি হয়রানি বন্ধে ও প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলা ভেদুরিয়ার ভুক্তভুগীরা।
আজ সকাল ১১টার দিকে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভুগী মোঃ জিলন লিখিত অভিযোগে বলেন, গত ২২এপ্রিল ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড চরকালী গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ বাবুল, গিয়াসউদ্দিন, মিলন, সোহেল, মহিউদ্দিনসহ একদল সন্ত্রাসীরা মিলে আমাদের ভোগ দখলীয় সম্পত্তি বেআইনিভাবে অনাধিকার প্রবেশ করে জমি দখল করার চেষ্টা চালায়। এসময় আমরা বাধাঁ দিলে দেশীয় ধারালো অ¯্র দিয়ে কুপিয়ে ৬জনকে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। এঘটনায় ৬জনকে আশংঙ্খাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়। এতে মোসা: মিনারা, জিলন, জামির, ঝর্না আক্তার, রেনু বেগম, আমিরুন্নেছাকে হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। ২২এপ্রিল ভোলা সদর থানায় ৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করিয়াছি। যাহার মামলা নম্বর ৫৬/১৮ইং। আমাদের উপর নির্মম অত্যাচার করার পরও উক্ত মামলার আসামিরা আমাদের বিরুদ্ধে ভেলুমিয়া পুলিশ ফাড়িঁতে একটি মিথ্যা সাজানো মামলা দায়ের করে, উল্টো হয়রানি করে যাচ্ছে। কিন্তু আমাদের ভোলা থানায় দায়ের করা মামলার আসামিরা ওপেনে ঘুরাফেরা করছে পুলিশ তাদেরকে গ্রেফতার করছেনা। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে গেলে আসামিরা বাড়িঘরে প্রবেশ করতে দিচ্ছেনা। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, উল্টো মিথ্যা সাজানো মামলায় পুলিশ হয়রানি করে যাচ্ছে। অবিলম্ভে আসামিদের দায়ের করা মিথ্যা সাজানো মামলায় হয়রানি ও দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
(আল-আমিন এম তাওহীদ, ৭মে/২০১৮ইং)