ভোলায় আসছেন পার্থ, আছরবাদ বিজেপি নেতার জানাযা

 

 

মনজু ইসলাম/ টিপু সুলতান ঃ ভোলা সদর উপজেলা বিজেপি সভাপতির জানাযায় অংশ নিতে ভোলার উদ্দশ্যে রওয়ানা করেছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। আজ বিকাল বাদ আছর খলিফপট্ট্রি জামে সমজিদে খসরু মিয়ার জানাযা অনুষ্ঠিত হবে।আব্দুল্লাহ আল মামুন খসরু ঢাকা শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ২০ সেপ্টেম্বর গত রাত ১১,৩০টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।মৃত্যুকালে ৩ ছেলে ৫ ভাই ৪ বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। শোক জানিয়ে তিনি ভোলা নিউজকে বলেন, বাংলাদেশ জাতিয় পার্টি তার মৃত্যুতে একজন সৎ ও নির্ভিক নেতা হারালো। তার মত সংগঠনিক প্রজ্ঞাবান নেতার জন্ম সচরাচর হয়না। তিনি ভোলা জেলা বিজেপিকে তৃণ মূলে শক্তিশালী করতে সকল ওয়ার্ড পর্যায়ে কার্যকরি কমিটি করে গেছেন। মহান আল্লাহ এই নিরহংকার ভালো মানুষটিকে জান্নাত দান করুণ। এছাড়াও ভোলার সকল রাজনৈতিক ও সমাজিক সংঘঠন এই নিরহংকার মানুষটির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। ভোলা নিউজ পরিবারও খসরু ভাইকে হারিয়ে গভীর ভাবে শোকাহত।

SHARE