ভোলায় আবাসন প্রকল্পে চুরি হওয়া টিন উদ্ধার আটক ১

 

 

মাসুদ রানা প্রতিনিধি ভোলা জেলা দক্ষিণ

অবশেষে কঠিন পরিশ্রমের মাধ্যমে ভোলা লালমোহন থানার পুলিশের বিশেষ অভিযানে আবাসন প্রকল্পে ৩৪ পিচ চুরি হওয়া টিন উদ্ধার আটক ১।ভোলার লালমোহন উপজেলার চর কচুয়াখালী মডেল গুচ্ছ গ্রামের ঘর হইতে টিন চুরি ঘটনায় চোরাই টিন ৩৪ পিচ উদ্ধার করা হয়। এই সংক্রান্তে লালমোহন থানার মামলা নং-১২ তারিখ ১৩/০৯/২০২০, ধরা-৪৪৮/৩৮০/৪১১/৪২৭/৩৪ পিসি, রুজু হয়।মামলার এজাহার নামীয় ০১ নং আসামি মোহাম্মদ চৌধুরী (৪৮), পিতা- মৃত আছমত, সাং- মধ্যে চর কচুয়াখালি, থানা- লালমোহন, কে তদন্তকারী অফিসার এস আই/ মোঃ মাহামুদুল হাসান রাত্র ০২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। উক্ত আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ।

SHARE