ডেস্ক রিপোর্ট।। আধিপত্য বিস্তার নিয়ে ভোলায় দু’গ্রুপের সংঘর্ষে মো. তারেক মাহমুদ বাবু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের চর নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মাসুদ হোসেন ভোলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত হওয়া বাবু ওই গ্রামের মৃত হেলাল হাওলাদারের ছেলে।পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদ ভোলা নিউজকে জানান, দীর্ঘ কয়েকবছর ধরে একই উপজেলা রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে মো. হেলাল মেম্বার ও আলাউদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলমান রয়েছে। হেলাল ও আলাউদ্দিন সহোদর ভাই। এছাড়াও হেলাল শ্যামপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। হেলাল ও আলাউদ্দিন ব্যতীত কবির মঞ্জু নামে আরেকটি গ্রুপ রয়েছে।দীর্ঘ কয়েকবছর ধরে দুই সহোদর ভাইয়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলমান রয়েছে। এরই জের ধরে সোমবার রাতে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে। সংঘর্ষে আহত বাবুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবুর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কোপের আঘাত রয়েছে। তাকে কুপিয়ে খুন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোমবার মধ্যে রাত পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান