ভোলায় অসহায় মানুষের পাশে মানবতাবাদী চেয়ারম্যান বিপ্লব,ব্যাক্তিগত অনুদান অব্যাহত

আমজাদ হোসেন#
ভোলা সদর উপজেলার ৫ নং বাপ্তা ইউনিয়নে কোভিড ১৯ করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে অবস্থানরত কর্মহীন দুস্থ পরিবারের মধ্যে বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়ানুর রহমান বিপ্লবের নিজ তহবিল থেকে গরিব দুঃখীদের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ করেন।

চেয়ারম্যান বলেন এ সময়ে আমরা যদি গরিব-দুঃখীদের পাশে না দাঁড়ায়ই তারা কোথায় গিয়ে ঠাঁই পাবে।করোনা মুকাবেলায় আমরা যদি তাদের খাদ্য আহরণে সাহায্য না করি গরিব দুঃখীর তো না খেয়ে মরবে।

চেয়ারম্যান বলেন সরকারি ভাবে ভিজিডি পাচ্ছে ২৪৭ জেলে কার্ড ৪৬০ ও রেশন কার্ড পাচ্ছে ১৬৫০ জন এর মধ্যে যারা
সরকারি ভাবে রেশন,ভিজিডি,মাতৃকালীন ভাতা পাচ্ছেনা তাদের ভিতরে সাতশত পরিবারকে আমার নিজ তহবিল থেকে
১০ কেজি চাল ৫ কেজি আলু বুধবার ১-৪-২০২০ ইং সকাল ১০ থেকে সবার বাড়ি বাড়ি গিয়ে বিকাল ৪ টা পর্যন্ত গরীব দুঃখীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করি।পরে সবাইকে নিজ নিজ বাড়িতে সতর্ক থাকার আহ্বান জানান চেয়ারম্যান ।

চেয়ারম্যান আরও বলেন এই পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত খাদ্য বিতরণ কর্মসূচি চালিয়ে যাবেন।

সে সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন,ইউনিয়ন সচিব সহ সকল ওয়ার্ডের মেম্বার গন।

SHARE