ভোলায় অভিশপ্ত সড়ক

 

টিপু সুুলতান / আরিয়ান আরিফ

ভোলা পৌরসভার ৪ নং ওয়ার্ডের আলিয়া মাদ্রাসা সড়ক যাতায়াত করেন ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী,সরকারি খাদ্য গোডাউন, র‌্যাব-৮ এর ক্যাম্প, আঞ্চলিক ব্রাক অফিস,জেলা পুলিশ লাইন্স ভোলা জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা ও , বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা।সড়কটির কার্পেটিং উঠে যাওয়ায় যেন খালে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, কাভার্ড ভ্যান বোরাক, ইজিবাইক, নসিমন, ভটভটি, অটোবাইক ও ভ্যান চলাচল করছে। দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। চরম দুর্ভোগে আছেন সড়কটি ব্যবহারকারী লোকজন।ভোলা পৌরসভার ৪ নং ওয়ার্ডের মোল্লাপট্টি থেকে জাইল্লা বাড়ির কালবাট পর্যন্ত রাস্তার বেহাল দশা। এই সড়কের দুই কিলোমিটার বেহাল দশায় তিনটি গ্রামের প্রায় ৫ হাজার বাসিন্দার ভোগান্তি চরম আকার ধারণ করেছে।প্রায় ৫ বছরের বেশি সময় ধরে সড়কটির এমন অবস্থা হলেও সংস্কারে কেউ এগিয়ে আসেনি বলে এলাকাবাসীর অভিযোগ।তবে গত বছর এলাকার কিছু যুবক মিলে নিজ অর্থায়নে গর্ত রাস্তায় ইট ফেলে মোটামুটি চলাচলের যোগ্য হলেও এই বছর সেই আগের মতো অবস্থা সড়টি বেহাল দশা ফিরে এসেছে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয়রা আরও জানান,সড়কটি দিয়ে যাতায়াতে প্রায়ই নষ্ট হচ্ছে গাড়ি। স্থায়ীভাবে কোনও উন্নয়ন কাজ হচ্ছে না সড়কটিতে। আমাদের দাবি, সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয়।

SHARE