ভোলায় অনলাইন কর্মরত সাংবাদিক’রা ‘‘কনসার্ট’’বর্জন

ভোলা জেলার সকল অনলাইন পত্রিকার সংবাদ-কর্মী, রিপোর্টার, প্রকাশক, সম্পাদক’রা সবাই ভোলার ‘‘উন্নয়ন কনসার্ট’’ বয়কট ঘোষণা করেছেন।

সোমবার (১৭সেপ্টেম্ববর)  দুপুর ১ টার দিকে ভোলা জেলার সকল অনলাইন পত্রিকার মালিকবৃন্দ, সংবাদ-কর্মীরা ভোলা জেলা প্রশাসনের সকল প্রকার সংবাদ বর্জন করা এবং সেই সাথে ভোলার ‘‘উন্নয়ন কনসার্ট ও বর্জন করার সিদ্ধান্ত নেন।

এসময় ভোলার অনলাইন পত্রিকার সম্পাদকরা বলেন, জেলা প্রশাসন সবাইকে ‘‘উন্নয়ন কনসার্ট’’ দেখার আমন্ত্রন জানালেও জানতে পারেনি অনলাইন পত্রিকার মালিক/সম্পাদক এবং সংবাদ-কর্মী। বর্তমান ডিজিটাল বাংলাদেশে অনলাইনের বিকল্প নেই। বিগত দিনে অনলাইনে পত্রিকার কর্মকান্ড এগিয়ে রয়েছে।বাংলাদেশ ডিজিটাল দেশে পরিনত হওয়ার প্রধান কাজ এর পিছনে অনলাইন মিডিয়া কাজ করার ভুমিকা অপরিসীম রয়েছে। তাৎক্ষনিক ঘটে যাওয়া সংবাদটি বা তথ্যটি মানুষ এখন পাচ্ছে। ভোলা জেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে অনলাইন পত্রিকার কোন ভুমিকা নেই। এছাড়াও অনেক মিডিয়া প্রিন্ট পত্রিকার সাংবাদিকরাও বঞ্চিত হয়েছে। গত ১৫সেপ্টেম্বর ভোলা গজনবী স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলায় সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি জেলা প্রশাসন। এক পর্যায়ে তর্ক-বির্তকের পর শেষ সময় প্রবেশ করতে দেয় উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন তাও অনুমতি সাপেক্ষে। এসকল কাজের নিন্দা জানানও হয়। পুনরায় ১৭ সেপ্টেম্ববর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের আযোজনে ‘‘উন্নয়ন কনসার্ট’’ তৃণমূল থেকে আমন্ত্রন পেলেও পাইনি অনলাইন পত্রিকার পরিবার এরমধ্যেও বাদ পড়েছে অনেক মিডিয়া পত্রিকার সাংবাদিকরাও। প্রতিদিন সাংবাদকিরা অক্লান্ত পরিশ্রম করা সত্বেও সেই সম্মানটুকু দিতে পারেনা ভোলা জেলা প্রশাসন।জেলা প্রমাসনের এসকল কর্মকান্ডের সমালোচনা করেন সাংবাদিক ও সাধারণ মানুষ।

এতে উপস্থিত ছিলেন, ভোলানিউজ২৪.কম এর প্রকাশক আরিফুর রহমান রনি, ভোলার সংবাদ.কম পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ হোসাইন, ভোলানিউজ.কম পত্রিকার নির্বাহী সম্পাদক ও ভোলার আলো.কম পত্রিকার সম্পাদক ইঞ্জিনিয়ার আল-আমিন এম তাওহীদ, ভোলাপ্রতিদিন.কম এর সম্পাদক সাকিল, নির্বাহী সম্পাদক ইয়াছিনুল ঈমন, ভোলাক্রাইম.কম এর সম্পাদক মেহেদী হাসান, ভোলার আলো.কম পত্রিকার নির্বাহী সম্পাদক জাফর ইকবাল শাওন, রিপন বিশ্বাস, বিল্লাল নাফিজ, বিডিলাইভ২৪.কম ভোলা প্রতিনিধি এম শরিফ, হামিদুর রহমান আজাদ, তরঙ্গনিউজ.কম এর ইয়ামিন হাওলাদার,

এছাড়াও, এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভোলায় কর্মরত সিনিয়র সাংবাদিকরা।

নিন্দা জানিয়েছেন, সাংবাদিক মহল, সামাজিক মহলও।

SHARE