মোঃ আরিয়ান আরিফ।।
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পাকার মাথা টু পরীরহাট সড়কের তালুকদার বাড়ী এলাকার বেহাল ব্রীজটি এখন মানুষ মারার মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন পার হয়ে গেলেও সংস্কারের উদ্যোগ নেয়নি স্থানীয় জনপ্রতিনিধিরা। বর্তমানে এ সড়কে যানবাহন চলাচল সম্পুর্ন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
জানা যায়, প্রতিদিনই শতশত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছে। ঝুঁকিপূর্ণ ব্রীজটি দিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, অটোরিক্সা, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করা বিপদজনক হয়ে পড়েছে।
যানবাহনের পাশাপাশি পথচারিদেরও থাকতে হয় সবসময় আতংকের মধ্যে। সরেজমিনে গিয়ে এলাকাবাসীর কাছে জানা যায়, দীর্ঘ ১ বছর আগে ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
এ বিষয়ে ৬নং ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এমদাদ হোসেন কবির
জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে ব্রীজটি পুর্ণনির্মান করা হবে।
স্থানীয় মানুষের প্রাণের দাবী, নিরাপদ সড়কের স্বার্থে অতিদ্রুত ব্রীজটি পুর্ণনির্মাণ করা হোক। তা না হলে কেড়ে নিতে পারে অসংখ্য মানুষের প্রাণ।