ভোলার হোটেলে অস্বাস্থ্যকর খাবার তৈরি, চড়ামূল্য খাবারের বিক্রয়

বাজার প্রতিনিধি#
ভোলা শহরে বেশ কয়েকটি হোটেল ঘুড়ে দেখা যায় বেশি ভাগ দোকানে ইচ্ছমত চড়া মূল্য বিক্রয় হয় খারার ।
এমনকি তৈরি হয় অস্বাস্থ্য পরিবেশে খাবার এতে করে স্বাস্থ্যকর ঝুঁকিতে রয়েছে সাধারন মানুষ এমনটাই মনে করছেন উপজেলা স্বাস্থ্যবিদগন। হচ্ছে না বাজার মনিটরিং, কোন দোকানে নেই খাবারের মূল্য ছক।

এদিকে দেখা যায়, প্লেট বিক্রিয় হয় গরু ১২০- ১৩০ টাকা, হাসের মাংস ১৫০ টাকা, কবুতর ১৫০ – ১৬০ টাকা,পোয়া মাছ ১০০- ১২০ টাকা, খাশি ১৮০-২০০ টাকা, ভাতের প্লেট ১০- ১৫ টাকা,বোয়াল ১৮০ – ২০০ টাকা, চিংড়ি ২০০- ২৫০ টাকা,কোড়াল ২০০- ২৫০ টাকা,ইলিশ ১২০- ১৪০ টাকা,সবজি ৩০- ৫০ টাকা করে বিক্রিয় হয় বেশি ভাগ হোটেল গুলতে।

সাধারন মানুষের জোড় দাবী প্রতিটি খাবার হোটেলে যেন খাবারের দামের ছক প্রদান করা এবং বাজার মনিটরিং করেন খাবারের দাম নির্ধারণ করা হয়।।

SHARE