ভোলার সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষনায় আতংকিত ব্যাবসায়ীরা

এম রহমান রুবেলঃ

ভোলা নিউজ-৩০.০৮.১৮

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ না করলে ভোলার প্রতিটি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়ার কঠিন হুশিয়ারি দিয়েছেন বাস মিনিবিস মালিক সমিতি। সরকারী নিষেধাজ্ঞা বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধ যান চলাচলে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন ভোলার বাস মালিক সমিতি। এতে আতংকিত হয়ে পবেছেন ভোলার ব্যাবসায়ীরা।

গতকাল ভোলা জেলা প্রশাসক উ‌দ্যো‌গে “নিরাপদ সড়‌কের জন্য নাগ‌রিক কর্তব্য”‌ বিষয়ক অা‌য়ো‌জিত সভায় মতবিনিময়ককালে ভোলা জেলা বাস মা‌লিক স‌মি‌তির সাংগঠ‌নিক সম্পাদক, চেম্বার অব কমার্সের পরিচালক ভোলা সচেতন নাগরিক পরিষদের সম্পাদক ও বাংলাদেশ আওয়ামিলীগের ভোলা জেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ স‌ফিকুল ইসলাম ব‌লেন , সরকা‌রের নি‌র্দেশনায় মহাসড়ক থে‌কে থ্রিহুইলারসহ সকল অ‌বৈধযান বন্ধ করা না হ‌লে অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য ধর্মঘ‌টের ডাক দিতে বাধ্য হবেন তারা । তিনি প্রশাসনের প্রতি অনুরোধ করে বলেন, আপনারা ভোলার সকল বাস মিনিবাস চালকদের কাগজ পত্র দেখে তাদের বাস চালাতে দেন, যাদের কাগজ পত্র ঠিক নেই তাদের জেল জরিমানাও করেন, এতে আমাদের বিন্দু মাত্রও আপত্তি নেই। কিন্তু কোন আজানা কারনে আপনারা ভোলার ইলিশা থেকে চরফ্যাশনের দক্ষিন আইচা পর্যন্ত আইন মন্ত্রনালয়, সড়ক ও সেতু মন্ত্রনালয় থেকে নিষেধাজ্ঞা থাকার পরেও কোন প্রকার বাধা ছাড়াই অবৈধ প্রাণঘাতি যান চলাচল করতে দিচ্ছেন সেটাই ভোলাবাসির জানার বিষয়। সম্প্রতি ভোলার চরফ্যশনের এক সভায় বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ  ভোলার সকল অবৈধ যান চলাচল বন্ধের কথা বলার পরেও প্রশাসন কোন প্রকার ব্যাবস্থা নেননি। একারনেই আমরা ভোলার সকল রুটের বাস চলাচল বন্ধের মত একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। এদিকে ভোলার সকল রুটে বাস চলাচলের বন্ধ হতে পারে এমন খবরে হতাশা ও উদ্ভেগ প্রকাশ করেছেন ভোলার ব্যাবসায়ী সমাজ ও যাত্রী অধিকার রক্ষা সংরক্ষণ কমিটি। তারা অতিদ্রুত সকল অবৈধ যান চলাচল বন্ধ করে দ্রুততম সময়ের মধ্যে  সৃষ্ট সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

SHARE