টিপু সুলতান
ভোলা নতুন বাজার ইলিশা সড়কটি যানযটের এক ব্যাস্ত নগরী হয়ে দাঁড়িয়েছ। বর্তমানে ভোলার সবচেয় পরিচিত ও বহুল আলোচিত ভোলা নতুন বাজার হতে ইলিশা সড়কটি তিব্র যানযাটের থাকে। বেলা বাড়ার সাথে সাথে ইলিশা সড়কের জিরো পয়েন্ট থেকে সরকারি স্কুলের শেষ মাথা পর্যন্ত ব্যাস্ত সড়কের পরিণত। মাঝে মাঝে ট্রাফিক পুলিশ না থাকায় পথ চারিদের পড়তে হয় ঘোলা পরিবেশে। এটা যেন ঢাকার শহর এমনটাই বলে মন্তব্য করেন অনেকে।বিগত দুই থেকে তিন বছর আগে এরকম যানযট ছিলনা। দীর্ঘ এক থেকে দেড় বছর যাবৎ এ যানযট । অটো, মাহেন্দ্রা চালকরা পুড়ো নতুন বাজার সড়ক দখল করে মানুষের যাতায়াতের সমস্যা করেন। তাদের কারনে সাধারণ মানুষেরা অনেক ভোগান্তিতে রয়েছেন, এমনকি স্কুলের ছেলে,মেয়েরা তাদের উগ্রতার জন্য ভয়ভীতির মধ্য রয়েছে। এসমস্যা সমাধান না হলে যে কোন বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পাড়ে বলে ধারনা করছেন পথচারীরা। এ বিষয়ে ট্রাফিক পুলিশ ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান দ্রুত যানযট নিড়শনে পুলিশ মোতায়েন করা হবে।