ভোলার লালমোহনে গবাদী পশু পাখিকে ইকোফিশ প্রকল্পের মাধ্যমে টিকাদান

ভোলা প্রতিনিধিঃ
চলতি বর্ষা মৌসুমে নদীতে নেই মাছের দেখা ৷ জেলেরা আছেন নানান সংকটে ৷ টাকার অভাবে তাদের গবাদিপশুকে দিতে পারছেননা চিকিৎসা সেবা ৷ এমন মূহুর্তে তাদের পাশে দাড়ালো ইউএসএআইডির অর্থায়নে, মৎস অধিদপ্তর ও ওর্য়াল্ডফিশের সহায়তায় কোস্ট ট্রাস্টের বাস্তবায়ধীন ইকোফিশ প্রকল্প ।
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের জেলেদের গবাদি পশু সুরক্ষায় ও প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষে ইউনিয়ন ভিত্তিক টিকাদান কর্মসূচী ও বিনা মূল্যে গরু,ছাগল, হাঁস মুরগির ক্রিমি নাশক ও বিভিন্ন রোগের ঔষধ প্রদান করেছে সংস্থাটি ৷
সোমবার (২৯ জুলাই) সকাল ৭টায় উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বালুর মাঠে, এ কর্মসূচী অনুষ্ঠিত হয় ৷ এসময় ২০০ গরু ও ১৫০ছাগল এবং হাঁস-মুরগিকে বিনা মূল্য রোগ প্রতিরোধক টিকার পাশাপাশি ক্রিমি নাশক ও বিভিন্ন রোগ প্রতিরোধক ঔষধ প্রদান করা হয় ৷
এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উপ- সহকারি মোঃ বেলায়াত হোসেন উপস্থিত থেকে টিকা ও ঔষধ প্রদান করেন ৷ এবং গরু,ছাগল ও হাঁস মুরগিসহ গৃহ পালিত পশুর স্বাস্থ্য সুরক্ষা, সঠিক নিয়মে লালন পালন ও যত্ন করতে সঠিক পরামর্শ সহ নানান দিক নির্দেশনা প্রদান করেন তিনি ৷
টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হওয়ার পূর্বে ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ উপস্থিত থেকে সদস্যদেরকে গরু,ছাগল ও হাঁস-মুরগি লালন-পালন, রক্ষনাবেক্ষন ও সঠিক সময়ে তাদের যত্ন ও চিকিৎসা নিতে পরামর্শ প্রদানের পাশাপাশি গবাদি পশু লালন পালন করে সবলম্বী হওয়ার ব্যাপারে নানান পরামর্শ প্রদান করেন তিনি ৷
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফির্ল্ডঅফিসার নোমান শরীফ,সবুজ চন্দ্র, সি এম নূরনবী প্রমুখসহ জেলে পরিবারের সদস্যরা ।

SHARE