মিলি সিকদার,বোরহানউদ্দিনঃ
ভোলা বোরহানউদ্দিনে হাকিমুদ্দিন লঞ্চঘাট সংলঘাটের নদী থেকে অজ্ঞাত তরুনীকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি এবং জ্ঞান ও ফিরেনি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, ১৮ই ফেব্রুয়ারী সোমবার রাত আনুমানিক ৮টায় লঞ্চ আসার পুর্ব মুহুর্তে এ তরুনী হটাৎ করে নদীতে ঝাপ দেয়। এরপর স্থানীয়রা ঝাপ দেয়া দেখে তাকে নদী থেকে উদ্ধার করে স্থানীয় পুলিশ ফাড়িঁতে খবর দেয়। এরপর ফাড়িঁর ডিউটি অফিসার মো: জাহাঙ্গীর বিষয়টি ইনচার্জ মনির আহমেদ কে জানায়। এরপর ফাড়িঁর এএসআই মনির হোসেন কনষ্টেবল জিএম ফয়েজুর রহমান স্থানীয় নয়ন মিলিটারী, সাংবাদিক মিলি সিকদার সহ সাংবাদিকদের সাথে নিয়ে তাকে উপজেলা সাস্থ কমপ্লেক্সে ভর্তি করে।
বোরহানউদ্দিন থানার ওসি(তদন্ত) আবদুল কাদের হাসপাতালে এসে উদ্ধারকৃতকে দেখে গেলেও তার পরিচয় সম্পর্কে কিছু বলতে পারেনি।
রাত ৯টা ৩০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি এবং তার কোন আত্মীয় স্বজন পাওয়া যায় নি।