বিশেষ প্রতিনিধিঃ
ভোলার যাত্রী হয়রানী বন্ধে এগিয়ে আসলেন এমপি টিপু। ৪ ঘন্টার
পথ কমিয়ে এখন ৬ ঘন্টায় ঢাকা টু ভোলা। আগরপুর ন্যাভিগেশনের মালিক এমপি গোলাম কিবরিয়া টিপু, ভোলা সদরের যাত্রীদের কথা মাথায় রেখে ভোলা সদরের গাজিপুর রোডের তুলাতলি থেকে সারাসরি ঢাকার যাত্রীদের জন্য নৈশকালীন লঞ্চ সার্ভিস চালু করেছেন।
ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতলি লঞ্চঘাটে দির্ঘ্য দিন লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোগান্তির শিকার হয়েছে সদর উত্তরের যাত্রীরা। অবশেষে সমস্যার সমাধান করে মেসার্স আগরপুর নেভিগেশন এন্ড কোং এম ভি টিপু ও এম ভি টিপু -১২ এখন থেকে নিয়মিত চলাচল করবে সদর উত্তরের পর্যটন কেন্দ্র তুলাতলি থেকে।
ঢাকা থেকে প্রতিদিন ছাড়বে রাত ৮.৫০ মিনিটে এবংভোলা তুলাতলি থেকে ছাড়বে রাত ৮.১৫ মিনিটে। ইলিশা ঘাটের সুপার ভাইজার মাকসুদুর রহমান (01717688387) এর সাথে যোগা যোগ করলে বিস্তারিত তথ্য জানা যাবে।
কেবিন বুকিং এর জন্য ও বিস্তারিত তথ্য জানার জন্য এম ভি টিপু ০১৭২১৯৭৮৬৫২, এম ভি টিপু -১২- ০১৭১৮৭৪২২৯৯ নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছেন আগরপুর ন্যাভিগেশন।