ভোলার মোস্তাক শাহিন সিসিউ’তে, দোয়া কামনা

 

মনজু ইসলামঃ

রাজধানীর ইউনাইটেড হাসপাতাল CCU তে রাখা হয়েছে ভোলা জেলা ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট  মোস্তাক আহমেদ শাহিনকে। এর আগেও হ্রদরোগের কারণে তার হার্টের আপারেশন হয়ে ছিলো।

গতকাল ২ মে রাতে মোস্তাক আহমেদ শাহিন অসুস্থ হয়ে গেলে আজ সকালে তাকে এম্বুল্যান্স যোগে ঢাকায় আনা হয়। এর আগেও হ্রদরোগ জনিত কারণে তার হার্টে রিং বসানো হয়েছেছিলো। ইউনাইটেড হাসপাতালের ডাক্তার সন্ধায় সিন্ধান্ত দেয়ার পর পরবর্তী কার্যক্রম চালানো হবে। আবে এখন পর্যন্ত আশংকা মুক্ত রয়েছেন বলে জানিয়েছেন ইমার্জেন্সি ডাক্তার। তার পরিবারের পক্ষ থেকে রোগমুক্তি কামনা করে ভোলাবাসির কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী শীলা আহমেদ। ভোলার বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারাও মোস্তাক আহমেদ শাহিনের দ্রুত সুস্থ্যতা কমনা করেছেন।

SHARE