কাগজ প্রতিবেদক।।
বড়া বর্ষার ঝরবৃষ্টি উপেক্ষা করে ভোলা -২ দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি বাড়ি চসে বেড়িয়েছেন ড.শান্ত।
বাদল যায়নি মাছ ঘাট এবং মাঝের চরের দুর্গম এরিয়াগুলো।এসময় ড. শান্ত তার পূর্বের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে প্রতিটি ওয়ার্ড ও কেন্দ্র ভিত্তিক পুরুষ ও মহিলাদের ভিন্ন ভিন্ন বিশ্বস্ত নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন।তার এই গঠন মূলক ও কার্যকরী সাংগঠনিক কার্যক্রমে যে কোন নির্বাচনী প্রার্থী ও রাজনৈতিক নেতার জন্য আগামী নির্বাচনে যেকোন প্রার্থীর জন্য চ্যালেঞ্জিং হিসেবে কাজ করবে।টানা চার মাসের ধারাবাহিক উল্লেখযোগ্য দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার ১৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নির্যাতিত নিপীড়িত আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন ড.শান্ত।রাজনৈতিক সফরে দুই উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীসহ মহিলা আওয়ামীলীগের নেত্রীদের সাথে চার মাস নিরলসভাবে কাজ করে ড.আশিকুর রহমান শান্ত।লম্বা এই রাজনৈতিক সফরে ড.শান্ত ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় গণসংযোগ করেন।পয়লা মে থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের ১তারিখ শুক্রবার পর্যন্ত ভোলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে নানা শ্রেনী পেশার মানুষের সাথে কথা তিনি।গণসংযোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার পক্ষে জনগণের কাছে ভোট চেয়েছেন ড.আশিকুর রহমান শান্ত।এছাড়াও তিনি দৌলতখান, বোরহানউদ্দিনের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। গণসংযোগে ড. আশিকুর রহমান শান্ত প্রধানমন্ত্রীর দেওয়া বেশ কয়েকটি গুচ্ছগ্রামে পরিদর্শনে গিয়ে তাদের সাথে কথা বলেন।বঙ্গবন্ধু পরিবারের এই সদস্য ২০১৪ সালের থেকে ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার নির্যাতিত নিপীড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে ভোলায় একটি ন্যায্য সমাজ গড়েতোলার লক্ষ্যে নিরলশ ভাবে কাজ করছে।পহেলা মে(২০২৩) সকালে সড়ক পথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভোলার উদ্দেশ্যে রওনা করেন ড.শান্ত। টানা চার মাসের রাজনৈতিক সফর শেষ করে শুক্রবার (১সেপ্টেম্বর) বিকালে ভোলা থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন যুবলীগের এই নেতা।
ভোলা নিউজ / টিপু সুলতান